চাকরি দেওয়ার দায় সরকারের নয়, বললেন খোদ প্রধানমন্ত্রী
চাকরি দেওয়ার দায় সরকারের নয়, বললেন খোদ প্রধানমন্ত্রী কর্মসংস্থানের দায়িত্ব সরকারের নয়। বছরে ২ কোটি চাকরি এখন অতীত। গোটা দেশের মধ্যে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি সবোর্চ্চ সীমায়। বেকারত্ব ৪৫ বছরের রেকর্ড স্পর্শ করেছে। তবে এসব মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মসংস্থানের দায় থেকে সরে এলেন। চাকরি দেওয়ার দায় সরকারের নয়! সংসদে এমনই বুঝিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এটাও স্পষ্ট করে দিলেন যে দেশে বেকারত্বও নেই, মূল্যবৃদ্ধিও নেই। এদিন সোমবার প্রধানমন্ত্রী মোদী সংসদে রাসট্রপতির অভিভাষণের উপর জবাবি ভাষণে জানিয়ে দিলেন কর্মসংস্থানের জন্য সরকারের উপর ভরসা করে থাকার দিন শেষ হয়েছে। সবকিছু সরকার করে দেবে এই ভাবনা আর চলবে না। আগে মনে করা হতো, সরকারই ভাগ্যবিধাতা, সরকারই জীবিকার সব দায়িত্ব নেবে। কিন্তু এই ভাবনা ভুল। যুবসমাজ নিজেরা নিজেকেই গড়বে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে তিনিই প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি কর্মসংস্থানের কথা। কিন্তু ৮ বছর পর উল্টো পথে হাঁটলেন মোদী। সংসদে দাঁড়িয়ে বললেন, ‘আমরা চাই যুবসমাজ নিজেই ব্যবসা বাণিজ্যের উদ্যোগ নিক। গত ৫ বছরে ৬০ হাজার...