কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। কলকাতা মেট্রো রেল বোর্ডে বিভিন্ন ট্রেডে এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন ট্রেডে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া বিষয় নিম্নে আলোচনা করা হল। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। Kolkata Metro Rail Recruitment Notification 2022 পদের নাম- ফিটার। মোট শূন্যপদ- 64 টি (UR-27, SC-10, ST-5, OBC-17, PH-2, EXSM-3) পদের নাম- ইলেকট্রিশিয়ান। মোট শূন্যপদ- 19 টি (UR-7, SC-3, ST-2, OBC-5, PH-1, EXSM-1) পদের নাম- মেশিনিস্ট। মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2) পদের নাম- ওয়েল্ডার। মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2) পদের নাম- প্লাম্বার। মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2) বয়স- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযা...