Posts

Showing posts with the label Customer Sales Representative

মহিলাদের জন্য চাকরির খবর! রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে

Image
 মহিলাদের জন্য চাকরির খবর! রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে রাজ্যে আবারও নতুন একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে আশা কর্মী পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কোন ব্লকে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত নিম্নে আলোচনা করা হল। Asha Karmi Recruitment 2022 পদের নাম- আশা কর্মী। মোট শূন্যপদ- ৭১ টি। বয়স- প্রার্থীকে এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাপশীলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে আবেদন পদ্ধতি- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানার নির্ধারিত ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন...

Business Opportunity: চাকরির সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা; ১৫ মিনিট সময় দিয়েই প্রতি মাসে করতে পারবেন মোটা আয়! Business Ideas: চাকরি না ছেড়েই এর সঙ্গেই শুরু করা যেতে পারে এই ধরনের ব্যবসা।

Image
  Business Opportunity: চাকরির সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা; ১৫ মিনিট সময় দিয়েই প্রতি মাসে করতে পারবেন মোটা আয়! Business Ideas: চাকরি না ছেড়েই এর সঙ্গেই শুরু করা যেতে পারে এই ধরনের ব্যবসা। চাকরির সঙ্গে সঙ্গে অন্য কোনও ব্যবসা করতে চাইলে রয়েছে সুখবর। চাকরি না ছেড়েই সঙ্গে শুরু করা যেতে পারে এই ধরনের ব্যবসা (Business Ideas)। এর জন্য বেশি সময় না দিতে হলেও ভালো টাকা আয় করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই ধরনের কয়েকটি ব্যবসা (Business Opportunity)। ফটো বিক্রয় যাদের ফটোগ্রাফির শখ রয়েছে তারা সেই শখকে উপার্জনের মাধ্যমে পরিণত করতে পারে। ফটোগ্রাফির বিভিন্ন ভাগ রয়েছে। বিভিন্ন ধরনের ফটো তুলে সেগুলো বিক্রয় করে ভালো আয় করা সম্ভব। ফটো আপলোড করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। সেই সকল ওয়েবসাইটে নিজেদের তোলা ফটো আপলোড করা যায়। সেখান থেকেই সেই ফটো বিক্রয় করা সম্ভব। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাগাজিন, ওয়েবসাইট, পেপার ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফটো কেন হয়। সেই সকল জায়গার চাহিদা অনুযায়ী ফটো তুলে দিতে পারলে ভালো আয় করা সম্ভব। বর্তমানে ফটোগ্রাফি একটি পেশায় পরিণত হয়েছে। প্রফেশনাল ফটোগ্রাফার ত...

Customer Sales Representative

Image
 Customer Sales Representative Full Job Description VACANCIES ARE AVAILABLE FOR FIXED MORNING SHIFT We are hiring International BPO experienced candidates with excellent communication skills in English. Candidates having experience in International Bpo, Telecalling, Telemarketing, Telesales, International Sales, International Voice Process, International Call Centers can apply for this job. Key Skills: bpo, call center, spoken english, english communication, sales, outbound, inbound, international call center, international bpo, Freshers, telesales, Telesales representatives, Voice Porcess,Sales Executives CTC OFFERED: 15,000 to 25,000 Must be 18+ Must be fluent in spoken english Must have valid Aadhaar card Must have valid Pan Card SHIFT TIMINGS : Monday to Friday : 5:30am to 2:30pm | Saturdays : till 11:30am| Fixed off on Sundays ADDRESS : MEGATHERM TOWER 8TH FLOOR SALT LAKE SECTOR 5 PLOT-1 STREET NO 25 GP BLOCK, KOLKATA - 700091 Job Types: Full-time, Regular / Permanent, Fresher...