ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

 

ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন



রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। এই পদে পুরুষ মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। এই পদে পুরুষ মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে সাদা কাগজে। আবেদন পত্রের ফরমেট নিচে দেওয়া রয়েছে। নির্দিষ্ট ফরমেটের আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chief Manager, HRD Department, Punjab National Bank, Human Resource Department, Circle Office, Kolkata (West), United Tower, 3rd floor, 11, Hemanta Bose Sarani, Kolkata- 1

প্রয়োজনীয় ডকুমেন্টস- আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস সংযুক্ত করে পাঠাতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণপত্র
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৩) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৪) স্কুল লিভিং সার্টিফিকেট
৫) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র
৬) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (প্রযোজ্য হলে)
৭) প্যান কার্ড
৮) আধার কার্ড
৯) সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতা উত্তর সার্কেল অফিসে। আবেদনকারীকে কলকাতা অথবা হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
উপরুক্ত নথিপত্র গুলির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র যে মুখ বন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন তার উপর লিখতে হবে, ‘Application for the post of PTS at Punjab National Bank- Kolkata West circle, Category …………….. (UR/ SC/ OBC/ EWS)
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- আবেদনপত্র পৌঁছাতে হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে।
Official Website - Click here

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers