কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। কলকাতা মেট্রো রেল বোর্ডে বিভিন্ন ট্রেডে এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন ট্রেডে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া বিষয় নিম্নে আলোচনা করা হল। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। Kolkata Metro Rail Recruitment Notification 2022
পদের নাম- ফিটার।
মোট শূন্যপদ- 64 টি (UR-27, SC-10, ST-5, OBC-17, PH-2, EXSM-3)
পদের নাম- ইলেকট্রিশিয়ান।
মোট শূন্যপদ- 19 টি (UR-7, SC-3, ST-2, OBC-5, PH-1, EXSM-1)
পদের নাম- মেশিনিস্ট।
মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2)
পদের নাম- ওয়েল্ডার।
মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2)
পদের নাম- প্লাম্বার।
মোট শূন্যপদ- 7 টি (UR-3, SC-1, ST-1, OBC-2)
বয়স- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদগুলি ক্ষেত্রে আবেদন করতে গেলে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে 50 শতাংশ নম্বরে পাশ করতে হবে এবং সরকার স্বীকৃত যে কোন আইটিআই সংস্থা থেকে পাশ করা থাকলেই আবেদনযোগ্য।
বেতন- মেট্রো রেলের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে দেওয়া ফরমটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ করার আগে apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি, ২০২২।
আবেদন ফী- আবেদন করতে গেলে প্রার্থীদের ১০০ টাকা পোস্টাল অর্ডার করতে হবে। SC, ST, PH, সংখ্যালঘু সম্প্রদায়, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ব্যাক্তি এবং মহিলা আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1. J.L Nehru Road, Kolkata- 700071.
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পাশের প্রাপ্ত নম্বর এবং আইটিআই (ITI) এর কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে
Official Notice- Download
Official Website- Click here
Comments
Post a Comment