রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

 

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি





আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং আরও অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal School Teacher Recruitment Notification 2022

পদের নাম- TGT (Trained Graduate Teacher)
বিষয় ভিত্তিক শূন্যপদ- হিন্দি- ৪, ইংরেজি- ২, অংক- ২, বিজ্ঞান- ১, সংস্কৃত- ১ কাউন্সিলর- ২, কম্পিউটার- ১
শিক্ষাগত যোগ্যতা- কাউন্সিলর এর ক্ষেত্রে সাইকোলজি তে ডিপ্লোমা সঙ্গে কাউন্সিলর অথবা শিক্ষক হিসাবে অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ক্ষেত্রে কম্পিউটার সাইন্সে B. Tech/ B.Sc সঙ্গে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

পদের নাম- PRT (Primary Teacher)
বিষয় ভিত্তিক শূন্যপদ- সমস্ত বিষয়- ১৪, মিউজিক- ১, আর্ট এবং ক্রাফট- ১,PhyEdu- ১
শিক্ষাগত যোগ্যতা- সমস্ত বিষয়ের ক্ষেত্রে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ B.ed/ DE.ED করে থাকতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে CBSE/ AWES অনুমোদিত যেকোনো সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কোর্স করে থাকতে হবে।
পদের নাম- কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার সাইন্সে এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে। এছাড়াও Hardware Peripheral এবং নেটওয়ার্কিং এর কাজ সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

পদের নাম- লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা- B (lib) Science/ স্নাতক সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিয়ান সাইন্সে স্নাতক কম্পিউটার literate এ অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

নিয়োগের স্থান- কলকাতা আর্মি পাবলিক স্কুল।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাবলিক স্কুলের নিজস্ব ওয়েবসাইট www.apskolkata.co.in থেকে প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় যোগ করে তা মুখ বন্ধ খামে ভরে শুধুমাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমে স্কুলের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও ১০০ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট এর সঙ্গে যোগ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- 57/1, Ballygunge Circular Rd, Ballygunj Military Camp, Ballygunge, Kolkata, West Bengal 700019
আবেদন করার শেষ তারিখ- ১০/০৩/২০২২

Official Notice - Download now

Official website- Click here


Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers