Posts

Showing posts from March, 2022

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Image
  রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং আরও অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal School Teacher Recruitment Notification 2022 পদের নাম- TGT (Trained Graduate Teacher) বিষয় ভিত্তিক শূন্যপদ- হিন্দি- ৪, ইংরেজি- ২, অংক- ২, বিজ্ঞান- ১, সংস্কৃত- ১ কাউন্সিলর- ২, কম্পিউটার- ১ শিক্ষাগত যোগ্যতা- কাউন্সিলর এর ক্ষেত্রে সাইকোলজি তে ডিপ্লোমা সঙ্গে কাউন্সিলর অথবা শিক্ষক হিসাবে অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ক্ষেত্রে কম্পিউটার সাইন্সে B. Tech/ B.Sc সঙ্গে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে। পদের নাম- PRT (Primary Teacher) বিষয় ভিত্তিক শূন্যপদ- সমস্ত বিষয়- ১৪, মিউজিক- ১, আর্ট এবং ক...