মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
পশ্চিমবঙ্গের আরও একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে মহিলারা এই পদে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা মাধ্যমিক পাশ করতে পারেননি তারাও এই পদে আবেদন যোগ্য। রাজ্যের বিভিন্ন এলাকা গুলির গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরে কাজের জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, আবেদন পত্র কোথায় জমা দেবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। West Bengal Asha Karmi Recruitment 2022.
বয়স সীমা- আশা কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। এছাড়া মাধ্যমিকে অনুর্ত্তীণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাধ্যমিক ছাড়া অন্যান্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্না মহিলারাও এই পদে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন নির্দিষ্ট ফরমেটে। আবেদন পত্র ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে, সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় জমা দিতে হবে। প্রসঙ্গত আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে সরাসরি গিয়ে জমা দিতে হবে। আবেদনপত্রটি যে খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের উপর নীচে উল্লেখ করা তথ্যগুলি লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে- ২) মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট। ৩) এলাকার বাসিন্দা হিসাবে রেশন কার্ড/ ভোটার কার্ড। ৬) প্রার্থীর স্বাক্ষরসহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো। ৭) ১০ টাকার ডাকটিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম। ৮) বিধবা হলে স্বামীর ডেট সার্টিফিকেট। ৯) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট। ১০) বিধবা বিচ্ছিন্ন হলে ডিভোর্স সার্টিফিকেট। নিয়োগের স্থান- নিয়োগ করা হবে কালিম্পং জেলার মোট চারটি এলাকায়। ব্লক গুলি হল- কালিম্পং ১, গরুবাথান, লাভা ও পেডং। এইসব ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস- মোট শূন্যপদ ১৩৫ টি। এদের মধ্যে কালিম্পং ১- ৪৫ টি, গরুবাথান- ৫০ টি, লাভা- ২৭ টি ও পেডং- ১৩ টি শূন্যপদ রয়েছে ১) আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। ২) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
Comments
Post a Comment