রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

 রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন



রাজ্যে কলেজে গ্রুপ-সি ও গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সম্পর্কে নিম্নে বিশদে আলোচনা করা হলো। West Bengal College Clerk & Group- D Recruitment 2022.

পদের নাম- এল.ডি ক্লার্ক (গ্রুপ- সি)

মোট শূন্যপদ- 3 টি (UR-1/ SC-1/ ST-1)

শিক্ষাগত যোগ্যতা- এল.ডি ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে কোর্স করে থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট (জিওগ্রাফি)।

মোট শূন্যপদ- 1 টি (SC)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট (জুওলজি)।

মোট শূন্যপদ- 1 টি (SC)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য

পদের নাম- পিয়ন।

মোট শূন্যপদ- 2 টি (SC- 1, UR- 1)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


পদের নাম- লাইব্রেরিয়ান পিয়ন।

মোট শূন্যপদ- 1 টি (SC)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


পদের নাম- লেডি এটেনডেন্ট।

মোট শূন্যপদ- 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


পদের নাম- কর্ম বন্ধু (গ্রুপ-ডি)

মোট শূন্যপদ- 2 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।


বয়স- উপরোক্ত প্রতিটি পদগুলির ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন:

গ্রুপ সি- ২২,৭০০ থেকে ৫৮,৫০০ পর্যন্ত প্রতি মাসে টাকা দেওয়া হবে।

গ্রুপ ডি- ১৭,০০০ থেকে ৪৩,৬৯৯ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতনদেওয়া হবে।

আর কর্মবন্ধু ক্ষেত্রে ৩,০০০ টাকা প্রতি মাসে।


আবেদন পদ্ধতি- গ্রুপ- ডি পদের ক্ষেত্রে নিদৃষ্ট ভাবে আবেদন করতে হবে না। নিজস্ব বায়ো ডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি স্কুলে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ এর তারিখ ১০/৩/২০২২ বৃহস্পতিবার।

তবে গ্রুপ- সি এর ক্ষেত্রে নিম্নের আবেদনপত্র পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসংরক্ষণ করে স্পিড পোস্ট এর মাধ্যমে ১১/৩/২০২২ মধ্যে পাঠাতে হবে।


নির্বাচন পদ্ধতি- গ্রুপ- সি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। কিন্তু গ্রুপ- ডি পদের ক্ষেত্রে ১৫০ নাম্বার একটি লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ মধ্য দিয়ে তাদের নিয়োগ করা হবে

Official Notice- Download

Official website- Click here


Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers