ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

 

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন


ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ভুবনেশ্বর -এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পদগুলিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে। কোথায় কত শূন্যপদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
ইস্ট কোস্ট রেলওয়ে বিভাগের বিভিন্ন ইউনিটে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। যেসব ট্রেড এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশন, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, পাম্বলার, টার্নার, ম্যাশন ইত্যাদি।
মোট শূন্যপদের সংখ্যা- ৭৫৬ টি। যেসব ডিভিশনে নিয়োগ করা হবে সেগুলি হল-

ক্যারিজ রিপেয়ার ওয়ার্কশপ- ১৯০ টি শূন্যপদ।

খুড়দা রোড ডিভিশন- ২৩৭ টি শূন্যপদ

Waltair ডিভিশন- ২৬৩ টি শূন্যপদ।

সম্বলপুর ডিভিশন- ৬৬ টি শূন্যপদ।

বয়স সীমা- এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৭ মার্চ, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীভূক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। সঙ্গে আবেদনকারী যে ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডে আইটিআই কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। অনলাইনে আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। ‘Apply Now’ বাটনে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৭ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে।
হেলপ্লাইন- অনলাইনে আবেদন করার সময় যেকোনো অসুবিধার সম্মুখীন হলে সরাসরি নিম্নলিখিত নম্বর গুলিতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। 8125930726 (technical issue) & 8455885645 (administrative issue) [10:00 a.m. to 17:00 p.m.

Official Notice- Download now
Apply Now - Register

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers