বিডিও অফিসে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত
বিডিও অফিসে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত
রাজ্যের ব্লক অফিসে কর্মী নিয়োগ চলছে। কন্যাশ্রী প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগ করা হবে। হুগলি জেলার পাণ্ডুয়া ব্লক অফিসে সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ডাটা ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন
পদের নাম- ড্যাটা ম্যানেজার।
মোট শূন্যপদ- ১ টি (UR)
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাস করতে হবে। সাথে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। https://hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Written Test- 80 Marks. (English– 20 marks, Arithmetic– 20 marks, Computer applications– 20 marks, General Awareness– 20 marks)
Computer Test– 10 Marks
Viva Voce– 10 Marks.
Official Notice- Download
Apply now- Click here
Comments
Post a Comment