MGNREGA প্রকল্পে কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

 

MGNREGA প্রকল্পে কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন


পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে Village Level Entrepreneur (VLE) পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। MGNREGA প্রকল্পে কাজের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ এক বছরের চুক্তির ভিত্তিতে এই পদে প্রার্থী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Village Level Entrepreneur (VLE)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ১০,৩০০ টাকা। চুক্তির সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও আরো এক বছর কাজ এর সময়সীমা বাড়ানো হতে পারে।
নির্বাচন পদ্ধতি- কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই বামন গোলা ডেভলপমেন্ট ব্লকের অধিবাসী হতে হবে
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি মুখ বন্ধ খামে MGNREGA এর ড্রপবক্সে পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০৭/০১/২০২২, যেকোনো কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগের স্থান- জাগদালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনগোলা ডেভলপমেন্ট ব্লক।
যা যা ডকুমেন্টস লাগবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) কম্পিউটার সার্টিফিকেট।
৪) রেসিডেন্ট সার্টিফিকেট।

কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট যাচাইয়ের তারিখ- ১৮/০১/২০২১ থেকে ২০/০১/২০২২

Official Notice- Download
Official website- Click here

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers