কলকাতা সায়েন্স সিটি -তে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

 

কলকাতা সায়েন্স সিটি -তে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন


রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতা সায়েন্স সিটি -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে National Council of Science Museums -এর তরফ থেকে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হলো কেন্দ্রীয় সরকাররের সাংস্কৃতিক দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Kolkata Science City Recruitment 2022.

পদের নাম- কম্পিউটার হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং।
শূন্যপদ- মোট ১ টি (UR)।

পদের নাম- টার্নার।
শূন্যপদ- মোট ১ টি (UR)।

পদের নাম- ফিটার।
শূন্যপদ- মোট ১ টি (SC)।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। ১০/০১/২০২২ তারিখের আগেই প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেড গুলোতে কাজ করার অভিজ্ঞতা অন্ততপক্ষে একবছরের থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ১০/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে ৩৩,২৩৮ টাকা।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কলকাতা সাইনসিটির নিজস্ব ওয়েবসাইট থেকে প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূর্ণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application for the post of TECHNICIAN- A (NAME OF THE TRADE) at science city, Kolkata
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- DIRECTOR, SCIENCE CITY, J.B.S. Haldane Avenue, Kolkata- 700046

আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথি যোগ করবেন তা নিম্নোক্ত-
১) সেল্ফ অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র।
২) সেল্ফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩) সেল্ফ অ্যাটেস্টেড করা কাস্ট সার্টিফিকেট।
৪) সেল্ফ অ্যাটেস্টেড করা ITI এর মার্কশিট ও সার্টিফিকেট।
৫) সেল্ফ অ্যাটেস্টেড করা কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬) আবেদন ফি জমা দেওয়ার পে স্লিপ কপি।
৭) সম্প্রতি তোলা এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন ফি- ফিটার ছাড়া বাকি দুটি পদগুলির ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীরা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

Official Notice:Download
Apply Now:Click here

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers