রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি
রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি
রাজ্যের শিক্ষিত বেকার প্রার্থীদের জন্য বিশাল সুখবর। নদীয়ার নকশিপাড়াতে অতিথি শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নদীয়ার গভমেন্ট মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম- শিক্ষক / শিক্ষিকা।
যে সব বিষয়ের জন্য নিয়োগ হবে- অঙ্ক, ইংরেজি, জীবন বিজ্ঞান, বাংলা এই চারটি বিষয়ে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে কোনো সরকারি বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা হতে হবে। সাথে ইংরেজি ভাষাতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা দের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।
বয়স- ইন্টারভিউ এর তারিখের অন্তর্বর্তী সময়ে প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে
প্রয়োজনীয় নথিপত্র-
১) বায়োডাটার সাথে দুটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
২) সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
৩) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট
৪) ভোটার কার্ড
৫) আধার কার্ড
৬) সেল্ফ অ্যাড্রেসড এনভেলপ পোস্টাল স্ট্যাম্পের সাথে।
ইন্টারভিউ এর তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২২। রিপোর্টিংয়ের সময় সকাল ১১ টা।
ইন্টারভিউ এর স্থান- অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস চেম্বার, নদীয়া।
Official Notice- Download now
Official Website- Click here
Comments
Post a Comment