সরকারি চাকরি একটি আবেদনে পাওয়া যায় না বন্ধুরা / কীভাবে কাজ পাবেন এবং আজকের Topicস্বাস্থ্য দপ্তরে কাজ
পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে বিভিন্ন গ্রূপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Health and Family Welfare Department Recruitment 2021.
Official notice- Click here
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর(DEO) শূন্যপদ- মোট ৩ টি। (UR-২ ,SC-১) শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক সঙ্গে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও MS Word, MS Excel, MS Power point, MS Access Internet সম্পর্কের কাজ থাকতে হবে।ডিসটেন্স লার্নিং কোর্স অথবা ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রী করে থাকলে তা গ্রাহ্য করা হবে না। বয়স- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বেতন- প্রতিমাসে ১৩,৫৬০ পদের নাম- কো-অর্ডিনেটর। শূন্যপদ- মোট ৩ টি। (UR-২ ,SC-১) শিক্ষাগত যোগ্যতা- হেলথকেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রী করে থাকতে হবে সঙ্গে MS- Office এর কাজ জানতে হবে। সরকারি অথবা বেসরকারি যেকোন সংস্থাতে সংশ্লিষ্ট ট্রেডে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ডিসটেন্স লার্নিং কোর্স অথবা ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রী করে থাকলে তা গ্রাহ্য করা হবে না। বয়স- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। www.jalpaigurihealth.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন চলবে ২১ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন ফি- SC প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং UR প্রার্থীদের জন্য ১০০ টাকা। নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার অন্তর্গত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে। আবেদন করতে যা যা ডকুমেন্টস লাগবে- ১) সেল্ফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের এডমিট কার্ড, ২) আবেদন ফি জমা দেওয়ার মানি রিসিভ কপি, ৩) সেল্ফ অ্যাটেস্টেড করার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, ৪) সেল্ফ অ্যাটেস্টেড করা কাস্ট সার্টিফিকেট, ৫) কম্পিউটার সার্টিফিকেট, ৬) সেল্ফ অ্যাটেস্টেড করা আধার কার্ড/ ভোটার কার্ড। বেতন- প্রতিমাসে ৪৫,০০০ টাকা।
Comments
Post a Comment