FSSAI Recruitment 2021: প্রার্থীদের জন্য সুখবর, ৩০০ শুন্যপদে আবেদন জানানোর সুযোগ

 

FSSAI Recruitment 2021: প্রার্থীদের জন্য সুখবর, ৩০০ শুন্যপদে আবেদন জানানোর সুযোগ


ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ৩০০ টি শুন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহনের কথা জানিয়েছে। FSSAI একটি সরকারি সংস্থা। এখানে ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়ার মানেজার, মানেজার, ডেপুটি মানেজার, এবং অন্যান্য পদের জন্য আবেদনের কথা জানিয়েছে।
FSSAI-এর ওয়েবসাইটে গেলে প্রার্থীরা এই শুন্যপদগুলি দেখতে পারবেন। কিছু পদে আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর অন্যগুলির ক্ষেত্রে ৩০ নভেম্বর। 


বিভিন্ন পদে শুন্যপদের সংখ্যাগুলি হল, ডিরেক্টর পদে ১ টি, জয়েন্ট ডিরেক্টর পদে ৩টি, সিনিয়ার মানেজার পদে ১ টি, সিনিয়ার মানেজার (আইটি) পদে ১টি, ডেপুটি ডিরেক্টর পদে ৭ টি, মানেজার পদে ২টি, মানেজার (আইটি ) পদে ১ টি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেক) পদে ১১ টি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ওএল) পদে ১টি, ডেপুটি ম্যানেজার পদে ৪টি, ডেপুটি মানেজার (আইটি) পদে ২টি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ১০ টি, সিনিয়ার প্রাইভেট সেক্রেটারি পদে ৬টি, পারসোনাল সেক্রেটারি পদে ১৫ টি, অ্যাসিস্ট্যান্ট মানেজার (আইটি) পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট পদে ২ টি, স্টাফ গাড়িচালক পদে ২ টি, ফুড আনালিস্ট পদে ৪টি, টেকনিকাল অফিসার পদে ১২৫টি, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার পদে ৩৭টি, অ্যাসিস্ট্যান্ট মানেজার (আইটি) পদে ৪ টি, অ্যাসিস্ট্যান্ট মানেজার পদে ৪ টি, অ্যাসিস্ট্যান্ট পদে ৩৩ টি, হিন্দি ট্রান্সলেটর পদে ১ টি, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৯ টি, আইটি অ্যাসিস্ট্যান্ট পদে ৩ টি এবং জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১) পদে ৩ টি।
অনলাইনে ফর্ম পূর্ণ করার পরে সেই আবেদনপত্রটি FSSAI-কে চিঠি আকারেও পাঠাতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করার সঙ্গেই আবেদনকারীদেরকে সরকারি ওয়েবসাইটেও নজর রাখতে হবে সাম্প্রতিকতম খবরগুলি জানার জন্য।  

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers