রাজ্যে সাব ডিভিশনাল অফিসে গ্রূপ- সি কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

 রাজ্যে সাব ডিভিশনাল অফিসে গ্রূপ- সি কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ সাব ডিভিশনাল অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছয় মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন জেলার sub-divisional অফিসে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।


পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

শূন্যপদ- মোট ৪ টি।

বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় স্নাতক। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক কোর্সের উপর সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

বেতন- প্রতিমাসে ১৩,০০০ টাকা।

কোন কোন অফিসে প্রার্থী নিয়োগ- Office of the D.C (Purba Bardhaman), Office of the S.C (Burdwan Sadar), Inspectorate office (Burdwan Municipality), Inspectorate office (Guskara Municipality).

আবেদন পদ্ধতি- অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া বাকি সমস্ত দিনগুলোতে প্রার্থীরা ড্রপবক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the Sub Divisional Officer, Sadar North, Purba Bardhaman.

আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে-

১) মাধ্যমিকের এডমিট কার্ড।

২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

৩) গ্রাজুয়েশনের সার্টিফিকেট অথবা মার্কশিট।

৪) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট।

৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।


নির্বাচন পদ্ধতি- কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন করার শেষ তারিখ- ১৬/১১/২০২১ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত


Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers