চাকরি হারিয়েছেন? মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা! সরকারি সাহায্যে আয় হবে লাখটাকা...

 Business Idea: চাকরি হারিয়েছেন? মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা! সরকারি সাহায্যে আয় হবে লাখটাকা...

Business Idea: এই ব্যবসা করেই লালে লাল হতে পারেন সামান্য পুঁজিতেই। জেনে নিন বিস্তারিত।

অতিমারী ও করোনা সংকটে পর্যুদস্ত আর্থিক পরিস্থিতি। এই অবস্থায় অনেকেই চাকরি হারিয়েছেন অথবা বেতন হয়েছে অর্ধেক। তাই নতুন নতুন উপার্জনের পথ (Business Idea) খুঁজছেন অনেকেই। ফের একবার নিজেদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে অনেকেই নতুন কোনও ব্যবসার সন্ধান করতে শুরু করেছেন।


আজ আপনাকে এমন একটি ব্যবসার (Business Idea) কথা বলব যা অত্যন্ত কম খরচায় শুরু করতে পারবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে যেমন একদিকে রয়েছে সরকারি (Central Government Aid) সাহায্য তেমনি আপনার তৈরি জিনিস বিক্রির জন্যও আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।

আজ আপনাকে এমন একটি ব্যবসার (Business Idea) কথা বলব যা অত্যন্ত কম খরচায় শুরু করতে পারবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে যেমন একদিকে রয়েছে সরকারি (Central Government Aid) সাহায্য তেমনি আপনার তৈরি জিনিস বিক্রির জন্যও আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।

ভারতবাসী স্বাভাবিকভাবেই চা প্রেমী, আর কাগজ কিম্বা প্লাস্টিকের কাপের তুলনায় মাটির ভাঁড়ে চা খাওয়ার আমেজই যে আলাদা এ নিয়ে কোন সন্দেহ নেই। মাটির ভাঁড়ের এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে আপনিও বিভিন্ন ধরনের মাটির ভাঁড় তৈরির ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন।

মাটির ভাঁড়ের এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে আপনিও বিভিন্ন ধরনের মাটির ভাঁড় তৈরির ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন।

জানিয়ে রাখি এক্ষেত্রে কেন্দ্র সরকারের (Central Government Aid) তরফ থেকেও আপনি বড় সাহায্য পেতে পারেন। ইতিমধ্যেই সারা দেশে কুমোরদের ব্যবসাকে আরও উন্নত করার জন্য বৈদ্যুতিক চাকা প্রদান করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government Aid)।


এর ফলে মাটির হাড়ি সহ বিভিন্ন ধরনের মাটির ভাঁড় বানাতে পারবেন। জানিয়ে রাখি শুধু সাধারণ চায়ের দোকান নয় এখন বড় বড় ক্যাফে এবং রেস্তোরাঁতেও কারুকার্য করা আকর্ষণীয় মাটির ভাঁড় ব্যবহারের প্রবণতা বাড়ছে।

সাধারণভাবে ১০০ চায়ের ভাঁড়ের পাইকারি দাম ৫০ টাকা। একইভাবে লস্যির মাটির ভাঁড়ের ১০০ টির দাম ১৫০ টাকা। বিয়ে বাড়ি এবং উৎসবের সময়ের চাহিদা আরও বেড়ে যায়। শুধু তাই নয় আপনি যদি কারুকার্যখচিত ভাঁড় তৈরি করতে পারেন, তবে তার দাম আরও বেশি। এক্ষেত্রে জানিয়ে রাখি মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা সহজে শুরু করতে পারেন আপনি।

শুধু তাই নয় আপনি যদি কারুকার্যখচিত ভাঁড় তৈরি করতে পারেন, তবে তার দাম আরও বেশি। এক্ষেত্রে জানিয়ে রাখি মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা সহজে শুরু করতে পারেন আপনি।


Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers