কলকাতা বসু বিজ্ঞান মন্দিরে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন


 কলকাতা বসু বিজ্ঞান মন্দিরে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। কলকাতা বসু বিজ্ঞান মন্দিরে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকার অনুমোদিত এই দপ্তরে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Kolkata Bose Institute Recruitment 2021.


পদের নাম- মাস্টার ট্রেইনার।

শূন্যপদ- ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ভোকেশনাল সার্টিফিকেট এবং রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রতিদিন ৭১০ টাকা করে, মাসে মোট ২৬ দিন কাজ করতে হবে।

Apply link- Click here

পদের নাম- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক সঙ্গে রুরাল ডেভলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রতিমাসে ২০,০০০ টাকা সঙ্গে ২৪ শতাংশ HRA


পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় B.Sc/ B.Com সঙ্গে একাউন্টেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার ও মাইক্রোসফট অফিসের কাজ জানা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা সঙ্গে ২৪ শতাংশ HRA


পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট II

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- জীববিদ্যা নিয়ে স্নাতকোত্তর সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও প্লান্ট মোলকুলার জীব বিদ্যা নিয়ে কাজের অভিজ্ঞতা এবং ইংরেজিতে লিখতে ও বলতে জানতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রতিমাসে ৩৫,০০০ টাকা সঙ্গে ২৪ শতাংশ HRA


আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর যে সব প্রার্থীদের নাম নির্বাচিত হবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি নিচের ঠিকানায় পাঠাতে হবে- The Register (Officiating), Bose Institute,Block: EN- 80, Sector v, Bidhannagar, Kolkata- ৭০০০৯১।

অনলাইনে আবেদন করার শেষ তারিখ- ২৪/১১/২০২১। ইন্টারভিউ হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে।


Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers