৪১০৩ শূন্যপদে স্কিল ইন্ডিয়া ট্রেনিং, প্রশিক্ষণ দেবে ভারতীয় রেলওয়ে

 ৪১০৩ শূন্যপদে স্কিল ইন্ডিয়া ট্রেনিং, প্রশিক্ষণ দেবে ভারতীয় রেলওয়ে

স্কিল ইন্ডিয়া (Skill India) ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম- অ্যাপ্রেনটিসশিপ।

মোট শূন্যপদ- ৪১০৩ টি (জেনারেল- ১৬৪৫, ওবিসি- ১১১৩, এসসি- ৬২০ টি, এসটি- ৩১০ টি, ইড.ব্লিউ.এস.- ৪১৫)।

যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল-

এসি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, MMTM, MMW, পেইন্টার, ওয়েল্ডার।

ট্রেড অনুযায়ী শূন্যপদের বিন্যাস নীচে দেওয়া হল-




বয়স সীমা- বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ৪ অক্টোবর, ২০২১ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে ১০+২ সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে NCVT বা SCVT অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাশ করতে হবে।

প্রতিটি ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা




নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কেবল একাডেমিক স্কোর -এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও আইটিআই করছে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে।

স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন।

Apply Now-

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। scr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীর সমস্ত তথ্য, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে।

আবেদন ফি (Application fee)- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে Net Banking, SBI ATM Card, Debit Card, Credit Card, SBI UPI ইত্যাদি।

এসসি/ এসটি/ মহিলা প্রার্থী/ প্রতিবন্ধী প্রার্থীদের কুলরুম আবেদন ফি জমা দিতে হবে না।


আবেদন শুরুঃ ০৪/১০/২০২১

আবেদন শেষঃ ০৩/১১/২০২১

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers