রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেল্থ ওয়ার্কার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেল্থ ওয়ার্কার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে মালদা জেলার অন্তর্গত ইংলিশ বাজার মিউনিসিপালটিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Health Worker Recruitment 2021
পদের নাম- হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ- মোট ৩৮ টি। (OBC-A- ৪,OBC-B- ৩,PWD- ১,SC- ৯, ST- ২, UR- ১৯)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে এবং OBC, PWD, SC, ST প্রার্থীদের বয়স অন্ততপক্ষে ২২ হতে হবে
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.malda.nic.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং পূর্ণ করা আবেদনপত্রটি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে। ডাক বিভাগের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।
আবেদন করার শেষ তারিখ- ৩০/০৯/২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।
Comments
Post a Comment