কম পুঁজির অনলাইন ব্যবসার আইডিয়া

 বলা হয় যেকোনো ধরনের তথ্যের ভান্ডার হলো ইন্টারনেট। একইভাবে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু অল্প পুঁজি নিয়ে শুরু করা যায় লাভজনক অনলাইন ব্যবসা। আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থার উন্নতির কথা বিবেচনা করলে দেখা যায় যে অনলাইন ব্যবসার সুযোগ দিনদিন বেড়ে চলেছে। এজন্য অনেকেই কম পুঁজির কিছু অনলাইন ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন।


আপনার যদি পর্যাপ্ত দক্ষতা ও স্বল্প পুঁজি থাকে, তবে শুরু করতে পারেন কোনো অনলাইন ব্যবসা। চলুন জেনে নেওয়া যাক কম পুঁজির কিছু অনলাইন ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত।


অনলাইন কোর্স বিক্রি

বর্তমানে যেকোনো বিষয়ের উপর অনলাইন কোর্স এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, যেখানে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে শেখার জন্য সেখানে কেনো মানুষ টাকা দিয়ে কোর্স কিনতে যাবে। এর উত্তর অনেক সহজ।

কোনো ব্যক্তি যদি কোনো বিষয় শেখা নিয়ে সত্যি সত্যি আগ্রহী থাকেন, তবে অবশ্যই সে শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ কারো কাছ থেকে শিখতে চাইবে। এই ব্যাপারটি মাথায় রেখে বর্তমানে আমাদের দেশেও পেইড অনলাইন কোর্স এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।


অনলাইন কোর্স বিক্রি করতে প্রথমে অনলাইন কোর্স তৈরী করতে হবে। প্রথমে আপনি কোন বিষয়ে সম্পূর্ণভাবে দক্ষ তা খুঁজে বের করুন। এরপর উক্ত বিষয়ে এক্সপার্ট হতে আরেকজন ব্যক্তির কি কি তথ্য জানা লাগবে তা নোট করুন ও কোর্স তৈরির কাজে লেগে পড়ুন।

আপনি চাইলে আপনার অনলাইন কোর্সকে একাধিক সিরিজ ও পার্টেও সাজাতে পারেন। এক্ষেত্রে যে ব্যক্তি যে বিষয়ে আগ্রহী, সে বিষয়ের কোর্স কিনবে। যেমনঃ আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট নিয়ে একটি কোর্স তৈরী না করে বরং ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভলপমেন্ট এর আলাদা কোর্স তৈরী করুন সেক্ষেত্রে যারা কিনবে তারা তাদের প্রয়োজনীয় কোর্সটি বেছে নিতে পারবে।


অনলাইন কোর্স বিক্রির পাশাপাশি অনলাইনে পাঠদান করেও আয় করা শুরু করতে পারেন। এছাড়াও ইউটিউব বা ফেসবুক এর মত ফ্রি মিডিয়া ব্যবহার করে সহজেই আপনার কোর্সের প্রচারণা চালাতে পারেন। আবার কোর্সের ফাঁকে ফাঁকে যদি বিজ্ঞাপন দেখাতে পারেন তাহলে ইউটিউব ও ফেসবুক থেকে আয় করতে পারবেন।



Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers