রাজ্যের বিভিন্ন রেল ডিভিশনে প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক/ এইট পাশে আবেদন করুন
রাজ্যের বিভিন্ন রেল ডিভিশনে প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক/ এইট পাশে আবেদন করুন
ডিভিশনের নাম- কাঁচরাপাড়া। মোট শূন্যপদঃ ১৯০ টি (জেনারেল- ৮২, এসসি- ২৬, এসটি- ১৩, ওবিসি- ৫০, ই.ডব্লিউ.এস.- ১৯)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ৬১ টি, ওয়েল্ডার- ৩৬ টি, ইলেকট্রিশিয়ান- ৬৭ টি, Machinist- ৬ টি, Wareman- ৩ টি, কার্পেন্টার- ৮ টি, পেইন্টার- ৯ টি।
ডিভিশনের নাম- লিলুয়া। মোট শূন্যপদঃ ২০৪ টি (জেনারেল- ৮৫, এসসি- ৩১, এসটি- ১৪, ওবিসি- ৫৪, ই.ডব্লিউ.এস.- ২০)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ৮০ টি, Machinist- ১১ টি, টার্নার- ৫ টি, ওয়েল্ডার- ৬৮ টি, পেইন্টার জেনারেল- ৫ টি, ইলেকট্রিশিয়ান- ১৫ টি, Wareman- ১৫ টি, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং- ৫ টি।
ডিভিশনের নাম- জামালপুর। মোট শূন্যপদঃ ৬৭৮ টি (জেনারেল- ২৭৩, এসসি- ১০১, এসটি- ৫২, ওবিসি- ১৮৪, ই.ডব্লিউ.এস.- ৬৮)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ২৫৪ টি, ওয়েল্ডার- ২২০ টি, Machinist- ৪৮ টি, টার্নার- ৪৮ টি, ইলেকট্রিশিয়ান- ৪৩ টি, ডিজেল মেকানিক- ৬৫টি।
বয়স- প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে 10+2 সিস্টেমে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে।
ওয়েল্ডার, সিট্ মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারমান, কার্পেন্টার পেইন্টার পদের ক্ষেত্রে প্রার্থীকে অষ্টম পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে।আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Railway Recruitment Cell – এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি- ১০০ টাকা এবং SC/ ST/ PWBD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন প্রকার আবেদন ফি লাগবে না। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক ও ITI এর নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসারে স্টাইপেন পাবেন ৷
আবেদন শুরু- ০৪/১০/২০২১ সকাল ১০ টা থেকে।
আবেদন শেষ- ০৩/১১/২০২১ বিকেল ৬ টা পর্যন্ত।
Comments
Post a Comment