বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে

 বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ 


রেলওয়েপদের নাম- সহকারী স্টেশন মাস্টার


পদের সংখ্যা- ২৩৫


কাজের ধরন- পূর্ণকালী


কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানেনটি


আবেদন যোগ্যতা


১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।


২। কমপক্ষে ২য় শ্রেণি থাকতে হবে।


৩। বয়সসীমা ১৮-৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর।


আবেদন যেভাবে


আগ্রহীরা এই http://br.teletalk.com.bd/ ঠিকানায় আবেদন করতে পারবেন।


আবেদনের সময়


আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর, ২০২১ থেকে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।


বেতন ও সুযোগ সুবিধা


১। বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা


২। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

Comments

Popular posts from this blog

Work from home job

chocolate packing work from home in kolkata

Rubber Packing Work From Home ~ 8th/10th Pass Private Job For Freshers