রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরে। কীভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত আপডেট। West Bengal Health Department Group- D Recruitment 2022. পদের নাম- Cook শূন্যপদের সংখ্যা- ১ টি (UR). শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স- 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন- প্রতিমাসে 8000/- টাকা। পদের নাম- Attendant শূন্যপদের সংখ্যা- ২ টি (UR- ১, SC- ১) শিক্ষাগত যোগ্যতা- অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সাথে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স- 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন- প্রতিমাসে 5,000/- টাকা৷ পদের নাম- Nutritionist শূন্যপদের সংখ্যা- ১ টি। শিক্ষাগত যোগ্যতা- খাদ্য এবং পুষ্টি বিষয়ে B.SC /M.SC কম্পিউটারের অভিজ্ঞতা জানা...